আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৫ উদযাপন

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৫ উদযাপন
হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত 'হোপ মিডওয়াইফারি ইন্সটিটিউট' কক্সবাজারে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে 'আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৫' উদযাপন করছে।

এ বছরে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইফ (ICM) কর্তৃক নির্ধারিত প্রতিপাদ্য বিষয় হচ্ছে- "মিডওয়াইফঃ প্রতিটি সংকট মোকাবেলায় অপরিহার্য"
সোমবার সকালে রামু চেইন্দাস্থ হোপ হসপিটাল ও 'হোপ মিডওয়াইফারি ইন্সটিটিউট' প্রাঙ্গনে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক দেবজিত পাল।
অন্যান্যদের মধ্যে হোপ মিডওয়াইফারি ইন্সটিটিউটের ভাইস প্রিন্সিপাল শারমিন নেসা, হোপ হসপিটালের মিডওয়াইফারি ও নার্সিং বিভাগীয় প্রধান কানেতা আক্তার, মিডওয়াইফারি শিক্ষিকা অঙ্কিতা রায়সহ সংশ্লিস্টরা দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

দিবসটির শুরুতেই একটি র‍্যালি এরপরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ছাত্রীদের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, হোপ মিডওয়াইফারি ইনস্টিটিউট ২০১২ সাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস্ পি গ্র্যান্ড স্কুল অব পাবলিক হেলথ্ এর সহায়তায় তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষা কার্যক্রম চালু করছে।
হোপ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল এর অনুমোদনক্রমে প্রতি বছর ৪০ জন ছাত্রীর ভর্তির মাধ্যমে এই মিডওয়াইফারি কোর্সটি পরিচালনা করছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.