চকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল নয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

মৃত্যু হওয়া জাফর আলম ওরফে মাইক জাফর (৭০) একই এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে।
স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫ টার দিকে জাফর আলম স্থানীয় মসজিদে নামাজ আদায়ের উদ্দ্যেশে বাড়ী থেকে বের হন। পথিমধ্যে স্থানীয় নয়াপাড়া ফুটবল খেলার মাঠ এলাকায় জঙ্গলের মধ্যে উৎপেতে থাকা দলছুট একটি বন্যহাতি আকস্মিক তার উপর হামলে পড়ে। এক পর্যায়ে হাতিটি শুড় দিয়ে জাফর আলমকে উপর্যুপরি কয়েকটি আঁচাড় দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে হাতিটি ঘটনাস্থল থেকে সটকে পড়লে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে বলে জানান ওসি।

শফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর পুলিশ বনবিভাগসহ প্রশাসনের সংশ্লিষ্ট পর্যায়ে অবহিত করা হয়েছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.