প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জাতীয় পর্যায়ে ফাইনালে গেল কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রা.বিদ্যালয় বালক দল।
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টাইব্রেকারে ঢাকা বিভাগের টাঙ্গাইল ভুয়াপুরের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করা কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কুতুবদিয়া শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন জানান, সেমি ফাইনালে খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই ১টি করে গোল করে। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ঢাকা বিভাগকে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম বিভাগীয় দল।
কুতুবদিয়ার দলে ম্যানেজার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম, কোচ সায়মন ইসলাম ও অধিনায়ক গোলকিপার ইমতিয়াজ ইকবাল রাফি। আগামী ২৭ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।