তারুণ্যের উৎসব উপলক্ষে ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্ট

তারুণ্যের উৎসব উপলক্ষে ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্ট
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। 

গতকাল সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ। 
জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কীর সভাপতিত্বে এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার কামরুল হাসান, ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মন, ছাত্র প্রতিনিধি রিদুয়ানুল হকসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন। 

এসময় বিসিবি কর্মকর্তা, আম্পায়ারসহ বিভিন্ন টিমের খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী খেলা ঢাকা সাউথ ও ঢাকা মেট্রোর মধ্যে অনুষ্ঠিত হয়। 
১০ দিনব্যাপী ২ দিনের ম্যাচের এ টূর্ণামেন্টের দেশের ১০ টি ডিভিশন টিম অংশ নিচ্ছে। যার পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারে এবং অপর পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনায়।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

খেলা

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.