কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ, সাংবাদিক মাহবুবর রহমান ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর বদিউল আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রাজিদুল হক সুমনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম দিনের ফুটবল ম্যাচে (১ম রাউন্ড) এইচটিএমকে ৭ গোলে হারিয়েছে আইন বিভাগ।
২য় ম্যাচ অনুষ্ঠিত হয় বিবিএ ও সিএসই বিভাগের মধ্যে। তীব্র প্রতিদ্বন্দ্ব খেলায় তারা দুই গোলে সমান হওয়ায় ট্রাইবেকার দেয়া হয়। এতে ৪-৩ গোলে সিএসই বিজয়ী হয়।
৩য় ম্যাচে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ইসলামিক স্টাডিজ ১ গোলে ইংরেজি বিভাগকে হারিয়েছে।
দ্বিতীয় রাউন্ডে আইন বিভাগ ২ গোল করে। প্রতিপক্ষ সিএসই ১ গোলে হেরে যায়।
একদিন একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ১০ ওভারে আইন বিভাগের সংগ্রহ ১৩৩ রান। বিপক্ষ দল এইচটিএম ১০ ওভারে ৭৯ রান সংগ্রহ করে মাঠ থেকে আউট হয়ে যায়।
ফুটবল খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন, রাজিদুল হক সুমন, মিজানুর রহমান, নয়ন পাল।
ক্রিকেটে আম্পায়ার ছিলেন, তাওসীপ আহমেদ ও মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।