রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজের পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজের পুরস্কার বিতরণ
রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসিনা জামাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে ২৭ জানুয়ারি (সোমবার) । কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ জ ম শা ইলিয়াছের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক খায়েজ আহামদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি নুরুল আমিন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর।

 বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াছ সিকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম খোকন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি আজাদ খান, বিএনপি নেতা মসিউদ্দৌলা, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাঈল সিকদার, সমাজসেবী শামিম আহমদ চৌধুরী ও গভর্নিং বডির সদস্য মো. নুরুল হুদা (লিটন)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রতন কুমার তুরী, এস এম কোহিনুর আকতার, বাবু সুজন সাহা, ফাহাদ মেহের, কামরুল ইসলাম, শুক্লা রানি দাশ, দেবু প্রসাদ দে।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী নাসির উদ্দিন নসু।
সভায় বক্তারা কলেজের অবকাঠামো, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একযোগে কাজ করার আহবান জানান। নীতি নৈতিকতা ও দেশপ্রেমের পাঠ নেওয়ার আহবান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিগণ বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-ছাত্রীদের অবদান ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এ ধারবাহিকতা বজায় রাখতে মেধার সর্বোচ্চস্থানে পৌছাতে হবে। পরে অতিথিগণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

চট্টগ্রাম


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.