ডা. সজীবের উপর হামলার প্রতিবাদে চমেকে ডাক্তার-শিক্ষার্থীদের বিক্ষোভ

ডা. সজীবের উপর হামলার প্রতিবাদে চমেকে ডাক্তার-শিক্ষার্থীদের বিক্ষোভ
কক্সবাজার সদর হাসপাতালে ডা.সজীব কাজী এর উপর বর্বরোচিত ও পৈশাচিক হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার এর দাবি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 
চমেক হাসপাতাল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন, ইন্টার্ন ডক্টরস এবং সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত পদক্ষেপে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এ সময় উপস্হিত ছিলেন চমেকের অধ্যক্ষ প্রফেসর ডা্‌. জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। 
বিক্ষোভ এর মূল দাবিগুলোর মধ্যে ছিল- স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা, চিকিৎসক  সমাজের উপর বার বার হয়ে উঠা হামলায় যারা জড়িত তাদের কঠিনতম শাস্তির ব্যবস্থা, বাংলাদেশের চিকিৎসকগণ সরকারি হাসপাতাল গুলোতে যে পরিমাণ সেবা দিয়ে থাকে -তার পরিবর্তে তাদের প্রাপ্য সম্মানী বা সম্মান নিশ্চিত করা এবং ফ্যাসীবাদের দোসরদের স্বাস্থ্যখাত থেকে সরিয়ে গনতন্ত্রকামী চিকিৎসকদের সাথে নিয়ে স্বাস্থ্যখাতের সংস্কার নিশ্চিত করা।

বক্তারা জানান, সামাজিক সংঘটন থেকে শুরু করে সংবাদ মাধ্যম, দল, ধর্ম নির্বিশেষে সকলের উচিত এই বিষয় গুলো চিকিৎসকদের পাশাপাশি জনগণের সামনে তুলে ধরা।নাহলে ভবিষ্যতে চিকিৎসক সমাজ কঠোর ভাবে মাঠে নামতে প্রস্তুত হবে। আমাদের কাজ হাসপাতালে মানুষের কাছে।আমাদের রাজপথে নামাতে বাধ্য করবেন না।
চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ডা.সজীব কাজীর জন্য সকলকে প্রার্থনার আহ্বান জানান বক্তারা।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

চট্টগ্রাম


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.