জেলা চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা

জেলা চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা
অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধিত করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকনাফ উপজেলার ক্রীড়াঙ্গন আজ অনেকদুর এগিয়ে গেছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া অত্যান্ত গৌরবের বিষয়। ক্রীড়া, শিক্ষা আর পর্যটন শিল্প দিয়ে টেকনাফের মাদকের তকমাকে মুছে দিয়ে একটি সমৃদ্ধশালী টিম টেকনাফ ক্রীড়াবান্ধব উপজেলা গড়ে তোলা হবে। খেলোয়াড়দের মান উন্নয়নে উপজেলা ও জেলা প্রশাসনের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক সকল খেলোয়াড় কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান পরে খেলোয়াড়দের নগদ ২৫ হাজার টাকা উপহার দেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি চৌধুরী সিয়াম ইলাহী, উপজেলা ফুটবল দলের ম্যানেজার জামাল উদ্দিন, সহকারী ম্যানেজার সংবাদকর্মী ছৈয়দ আলম, কর্মকর্তা আব্দুল শুক্কুর, মোরশেদ আলম, তারেক আহমদ সাগর, খোরশেদ, কোচ মেহেদী হাসান, কামাল উদ্দিন ও সহকারী কোচ রবিন। অনুষ্ঠান পরিচালনা করেন- ওসিসি কর্মকর্তা নাশিদুল ইসলাম।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

খেলা

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.