বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ে যে গানটি অতি জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই ‘দেশটা তোমার বাপের নাকি’-র আদলে, কথাগুলি বদলিয়ে দিয়ে একটি গান গাওয়ার অভিযোগে আসামের এক মুসলিম গায়ককে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ।
অসমিয়া গানটিতে ‘দেশটা তোমার বাপের নাকি’র মূল সুরের সঙ্গেই আসামের বিহুর সুর এবং ছন্দও কিছুটা মেশানো হয়েছিল।
আসামের পুলিশ জানিয়েছে যে আলতাফ হোসেইন নামের ওই ইউটিউবার ও গায়ক তার গানটির মাধ্যমে ‘হিন্দু এবং মিঞা সম্প্রদায়ের মধ্যে বৈরিতা'-র প্রচেষ্টা করেছেন। সদ্য চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতার যে ধারায় মামলা দায়ের হয়েছে, সেটি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া সংক্রান্ত ধারা।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ওই গ্রেফতারি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে আসামের ঐতিহ্যবাহী ‘বিহু’কে ‘মিঞা বিহু’তে পরিণত করতে চাইলে আসামের মানুষ তা মেনে নেবেন না।
গত শনিবার আসামের ধুবড়ি জেলা থেকে গ্রেফতার করা হয় আলতাফ হোসেইনকে। তিন দিন পুলিশ রিমাণ্ডে থাকার পরে মঙ্গলবার তাকে আদালতে আবারও তোলা হয়।