পদুয়া (রাঙ্গুনিয়া)-র সন্তান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনারারি মেডিকেল অফিসার ডা.তাশদীদ নূর আনন বাংলাদেশ সরকারের নির্দেশনায় গঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিমের সদস্য হয়ে বন্য কবলিত এলাকায় দুর্গতদের সেবায় নিয়োজিত হয়েছেন।
ডা. তাশদীদ পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দানবীর মরহুম আলহাজ্ব নূরুচ্ছফা ও সহধর্মীনি খানম মোস্তফার দৌহিত্র এবং সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শওকত আলী নূর ও দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক ফাতেমা জাহান দম্পতির দ্বিতীয় সন্তান। দৈনিক কক্সবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম ও সহধর্মীনি মরহুমা মনোয়ারা বেগমের সুযোগ্য এই নাতির কল্যাণমূলক কাজে অংশগ্রহণে দৈনিক কক্সবাজার পরিবার গর্বিত এবং ডা. তাশদীদসহ সম্পূর্ণ মেডিকেল টিমকে শুভকামনা জ্ঞাপন করছে।