রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের হয়ে সাদমান ইসলামের প্রথম ফিফটির পর ফিফটি হাঁকালেন মুমিনুল হকও। এটি মুমিনুলের টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটি। কিন্তু অর্ধশতকের পেরিয়ে আর সামনে হাঁটা হয়নি বাঁহাতি এ ব্যাটারের। পাকিস্তানি পেসার খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে গেছেন মুমিনুল।
এদিকে, রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে দারুণ খেলছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছে টাইগাররা। বাংলাদেশ এখন পিছিয়ে আছে ১৩২ রানে।
ষষ্ঠ উইকেটে ১০২ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন বাংলাদেশের দুই তারকা ব্যাটার মুশফিকুর রহিম আর লিটন দাস। দুজনই ফিফটি তুলে নিয়েছেন। মুশফিক ৫৫ আর লিটন ব্যাট করছেন ৫২ রান নিয়ে।
এর আগে একটুর জন্য সেঞ্চুরি মিস করেন সাদমান ইসলাম। ক্যারিয়ারে সবশেষ টেস্ট খেলেছিলেন ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২২ সালের মার্চে। সে টেস্টে দুই ইনিংসেই দশের নিচে আউট হন সাদমান। একটি ছিল ডাক। এরপর দলে জায়গা হারান বাঁহাতি এই ওপেনার।
মাহমুদুল হাসান জয়ের চোটে দীর্ঘ আড়াই বছর পর টেস্ট দলে ফিরলেন। ফিরেই দারুণ এক ইনিংস খেললেন। কিন্তু তাতে মিশে রইলো আক্ষেপ। মাত্র ৭ রানের জন্য যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা করতে পারলেন না সাদমান।