বিপুল ভোটে জয়ী টিউলিপ সিদ্দিক

বিপুল ভোটে জয়ী টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে হ্যাম্পস্টেড এবং হাইগেট আসন থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, টিউলিপ ২৩,৪৩২ ভোট পেয়ে (৪৮.৩%) জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, কনজারভেটিভ প্রার্থী ডন উইলিয়ামস, পেয়েছেন ৮,৪৬২ ভোট (১৭.৪%)। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
টিউলিপ প্রথমবার এমপি নির্বাচিত হন ২০১৫ সালে, হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ২০১৭ ও ২০১৯ সালেও তিনি একই আসনে পুনর্নির্বাচিত হন। ইভিনিং স্ট্যান্ডার্ডের 'দ্য প্রোগ্রেস ১০০০' তালিকায় তিনি লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে স্থান পান।
টিউলিপ সিদ্দিক ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টেড ও কিলবার্নে বসবাস করছেন। এই এলাকাতেই তার শিক্ষা জীবন শুরু এবং পরবর্তীতে তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন টিউলিপ। এছাড়া, তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সাথে কাজ করেছেন।
২০১৫ সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১০ সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন।
এমপি নির্বাচিত হওয়ার পর টিউলিপ লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় নিযুক্ত হন। পরে, ব্রেক্সিট বিলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে তিনি লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

আন্তর্জাতিক

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.