উখিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান বেবীর হামলায় ছাত্রনেতা জিফার আহত

উখিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান বেবীর হামলায় ছাত্রনেতা জিফার আহত
কক্সবাজারের উখিয়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীর হামলায় গুরুতর আহত হয়েছেন হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও পাগলির বিল এলাকার ছৈয়দ নূরের ছেলে ইনজামানুল হক জিফার। এই সময় তাকে মারধর করে মোবাইল-টাকা সহ মানিব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মহিলা ভাইস চেয়ারম্যান বেবি ও তার ছেলের বিরুদ্ধে। 

এর আগে জিফারকে মুঠোফোনে মেরে টুকরো টুকরো করার হুমকি দিয়েছিলো কামরুন্নেছা বেবী। পরে জিফার জীবনের নিরাপত্তার কথা ভেবে এ হুমকির অডিওটি ২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তে অডিওটি ভাইরাল হয়। ওই রাত ২টায় মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবির নেতৃত্বে তার স্বামী আমিনুল হক আমিনের ছোট ভাই সিরাজ তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এই সময় জিফারকে বেধড়ক মেরে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা জিফারকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে। পরে সে ৫ দিন কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়। 
২ জুনের ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যান বেবি ও জিফারের মধ্যে উখিয়া থানায় ওসির মধ্যস্ততায় মিমাংসা হয়েছিলো ছাত্রনেতা জিফার জানায়, আজ ৭ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আরিফের দোকানের সামনে উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবি আবারো তার  উপর হামলা করে।
স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী আনতে আরিফের দোকান পর্যন্ত পৌঁছলে হঠাৎ উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী ও তার ছেলে তানভীর স্বাধীন লোহার রড দিয়ে জিফারের উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত এঘটনায় থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভূক্তভোগীর পরিবার। 

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.