আমার প্রাইভেট বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে: রাজ

আমার প্রাইভেট বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে: রাজ
স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের কথা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বিষয়টি নিয়ে নায়িকা খোলামেলা কথা বললেও নিশ্চুপ রাজ। 

রোববার (১ জানুয়ারি) রাজের বিরুদ্ধে সরাসরি গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ করেন পরীমণি। নিজের পোষ্টে পরী লেখেন:
এ ব্যাপারে গণমাধ্যমকে শরিফুল রাজ বলেন, 'আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব। ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।' 
 

তিনি আরও বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।’ 
পরীর সঙ্গে যে তার সম্পর্ক টিকছে না সে বিষয়টিও স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আর হবে না।’ 
 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

বিনোদন

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.