উড়ে গেলো আকবরের গানের পাখিটি

উড়ে গেলো আকবরের গানের পাখিটি
বিনোদন অনুষ্ঠান ইত্যাদিতে কিশোরের কুমারের ‘একদিন পাখি উড়ে, যাবে যে আকাশে..’ গান গেয়ে খ্যাতি পাওয়া শিল্পী আকবর আলী গাজী মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা যান। আকবর বারডেমে লাইফ সাপের্টে ছিলেন।

আকবরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা ।
২০০৩ সাল থেকে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন আকবর। বছর পাঁচেক আগে কিডনির সমস্যা বেড়ে গেলে স্টেজ শো বাদ ও কয়েক দফা হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে আকবরকে। পায়ে পচন ধরায় অস্ত্রোপচার করে ডান পা কেটে ফেলতে হয়েছে। এ জন্যই তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে।
২০০৩ সালে ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও এই শিল্পীকে জনপ্রিয়তা এনে দেয়।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

বিনোদন

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.