বাংলাদেশ বেতার কক্সবাজারে ইংরেজি ভাষায় বুলেটিন শুরু

বাংলাদেশ বেতার কক্সবাজারে ইংরেজি ভাষায় বুলেটিন শুরু
বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ প্রচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার লিংক রোডস্থ বেতার কেন্দ্রের মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএস এম জাহীদ।
উদ্বোধনকালে মহাপরিচালক বলেন, কক্সবাজার দেশের প্রধান পর্যটনকেন্দ্র। দেশি-বিদেশী পর্যটক এখানে ঘুরতে আসেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় জড়িত বিদেশী নাগরিকরা এখানে অবস্থান করেন।
এসব বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে ইংরেজি সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মহাপরিচালক বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে তালিকাভূক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠকদের ওরিয়েন্টশন প্রোগ্রামে যোগ দেন এবং নতুন উর্ত্তীণদের সনদ বিতরণ করেন। এ ছাড়া তিনি কক্সবাজার কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম এবং উপ বার্তা নিয়ন্ত্রক মো মাহমুদুন নবী, বেতার কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী বক্তব্য রাখেন।
এ সময় বেতার কক্সবাজার কেন্দ্রের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দসহ তালিকাভূক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক-পাঠিকারা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে কক্সবাজার কেন্দ্রের সীমানা প্রচীর পরিদর্শন ও নিরাপত্তা বিষয়ে আলোচনা সভায় যোগ দেন বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
প্রতিদিন বিকেল ৪ টা ৩০ মিনিটে নিয়মিত ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ বুলেটিন শুনতে পাবেন শ্রোতারা। এ ছাড়া প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে ও দুপুর ২টা ৩০মিনিটে প্রচার করা হয় স্থানীয় বাংলা সংবাদ।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.