নাইক্ষ্যংছড়িতে আ:লীগ নেতা গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে আ:লীগ নেতা গ্রেফতার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ  সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭)।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাসরুরুল হকের দিকনির্দেশনায়  এসআই রাহিম নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়ার বাসিন্দা এবং মৃত আশরফ আলীর ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ২ টি ইয়াবা মামলা রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে তার নিজ বাসা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.