‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন’

 ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন’
# পাঁচ হাজার রোহিঙ্গার জন্য উপহার পাঠাল চীন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত ৫ হাজার রোহিঙ্গার জন্য উপহার সামগ্রী পাঠাল চীন সরকার। মঙ্গলবার দুপুরে কক্সবাজারস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে যা হস্তান্তর করা হয়েছে। উপহার সামগ্রীগুলো রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চায়না অ্যাম্বসির ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন।
এসময় তিনি বলেন, “চীন এখনো বাংলাদেশের সঙ্গে, মানবিক সহায়তাকারী সংস্থা ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। চীন রোহিঙ্গা জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা দিতে ও তাদের প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
লিউ ইউয়িন বলেন, গত ৫০ বছর ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্ব অটুট রয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট যেভাবেই বদলাক না কেন দুই দেশের সম্পর্ক সবসময়ই ছিল স্থিতিশীল। রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশ সবসময় একে অপরকে বুঝেছে ও সমর্থন করেছে।

উপস্থিত ও অনুপস্থিত যারা এই প্রকল্পে কঠোর পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের এই নিষ্ঠা সত্যিকারের মানবতাবাদ ও নিঃস্বার্থ চেতনার প্রতিফলন বলেও জানান লিউ ইউয়িন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চীন সরকার ৫ হাজার রোহিঙ্গার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে। যেখানে ৫’শ পুরুষ, ৫’শ নারী এবং ৪ হাজার শিশু এসব সামগ্রী পাবে। উপহার সামগ্রীগুলোর মধ্যে রয়েছে সেলাই মেশিন, চেয়ার, লুঙ্গি, পাঞ্জাবি, সেন্ডেল, থামি, থ্রি পিস, ওড়নাসহ নানা ধরণের পোশাক। যা আগামী কয়েকদিনের মধ্যে রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে।
উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কক্সবাজার অঞ্চলের পরিচালক আকরাম আলী খান, প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী, চায়না অ্যাম্বসি ও রেড ক্রিসেন্টের উর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.