বিচার বিভাগের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা আজ

বিচার বিভাগের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা আজ
"বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা : প্রাসঙ্গিকতা ও গুরুত্ব" শীর্ষক এক আলোচনা সভা বুধবার (১৪ মে) বিকেল ৪ টায় কক্সবাজারে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার শাখা ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ। 

স্বাধীন বিচার বিভাগ ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত প্রধান বিচারপতির রোডম্যাপ অনুযায়ী সভায় আলোচনার ধারণাপত্র উপস্থাপন করবেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা। সেমিনারে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম। 
কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভার ধারণাপত্রের উপর বিচারক, সিনিয়র আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষকেরা বক্তব্য রাখবেন। সেমিনারের গৃহীত সুপারিশমালা প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হবে। প্রস্তুতি সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ও সার্ভিসের সহ সভাপতি নিশাত সুলতানা, কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যডভোকেট ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জিপি অ্যাডভোকেট শামসুল হুদা, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী প্রমুখ উপস্থিত ছিলেন। 
প্রস্তুতি সভায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ কর্তৃক গত বছরের ২১ সেপ্টেম্বর ঘোষিত বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সফল বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। যাতে বিচার বিভাগের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ লাভ করে। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.