একসাথে ছয় সন্তানের জন্ম দিলেন ঈদগাঁওর মরিয়ম

একসাথে ছয় সন্তানের  জন্ম দিলেন ঈদগাঁওর মরিয়ম
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের  (১নং ওয়ার্ড)  জাগির পাড়া  গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী মরিয়ম বেগম (৩০) একসঙ্গে ছয়  সন্তানের  জন্ম দিয়েেছেন বলে জানা গেছে। 
চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ডা. নাজনিন সুলতানা লুলু (এফসিপিএস, গাইনী ও অবস্টেট্রিক্স) এর তত্ত্বাবধানে সফল ডেলিভারির মাধ্যমে এই ছয় নবজাতকের জন্ম হয়।
জানা গেছে, নবজাতকদের মধ্যে পাঁচজন মেয়ে এবং একজন ছেলে সন্তান।  মা ও ছয় শিশু সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।  
উপজেলা জুড়ে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.