কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অনুমোদনের ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ১টি স্থাপনার ব্যত্যয়কৃত অংশবিশেষ এবং অনুমোদনবিহীন একটি সেমিপাকা স্থাপনা ভ্রাম্যমান আদালত কর্তৃক অপসারণ করা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অননুমোদিত এবং অনুমোদনের ব্যত্যয় করে নির্মিত ভবনসমূহের বিরুদ্ধে এরূপ অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।