টেকনাফে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।  
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে টেকনাফের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেটে যেতে দেখা যায়। কোস্ট গার্ড আভিযানিক দল তাদেরকে ধাওয়া করে থামার সংকেত দিলে ওই ব্যক্তিরা বস্তা দুইটি নিকটস্থ পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে বস্তা দুইটি তল্লাশি করে ৩ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.