উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উখিয়া উপজেলা শাখা উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) উখিয়া সদর স্টেশনে সকাল ১১ টায় বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী। সভায় উখিয়া শ্রমিকদলের সভাপতি আবদুল মালেক মানিক সভাপতিত্ব করেন। এ সময় উখিয়া শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের প্রতিটি উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। তাই তাদের অধিকার ও নায্য মজুরি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলে প্রতি আহ্বান জানিয়েছেন।