নাইক্ষ্যংছড়িতে চোরাইপথে আসা ২০ গরুসহ ১ ট্রাক সুপারী জব্দ

নাইক্ষ্যংছড়িতে চোরাইপথে আসা ২০ গরুসহ ১ ট্রাক সুপারী জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান আরও জোরদার করেছে বিজিবি। গত ২৪ ঘন্টায় বিজিবি সদস্যরা ২০টি চোরাই গরু ও ১ গাড়ি সুপারীসহ বিপুল চোরাই পণ্য জব্দ করেছে।

জানা গেছে, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশ অবৈধভাবে আসার পথে ভালুক খাইয়া ও ফুলতলী বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আনা ২০টি  গরু জব্দ করে। এছাড়াও ২৯ এপ্রিল এক ট্রাক সুপারি জব্দ করতে সক্ষম হন।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.