বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান আরও জোরদার করেছে বিজিবি। গত ২৪ ঘন্টায় বিজিবি সদস্যরা ২০টি চোরাই গরু ও ১ গাড়ি সুপারীসহ বিপুল চোরাই পণ্য জব্দ করেছে।
জানা গেছে, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশ অবৈধভাবে আসার পথে ভালুক খাইয়া ও ফুলতলী বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আনা ২০টি গরু জব্দ করে। এছাড়াও ২৯ এপ্রিল এক ট্রাক সুপারি জব্দ করতে সক্ষম হন।