শহরে অবৈধভাবে জায়গা দখল, বালু উত্তোলন, পাথর বিক্রি'র অভিযোগে পেয়ে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফার ইয়াসমিন চৌধুরী। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ও পরিবেশ অধিদপ্তরের কেমিস্ট আবদুস সালাম।
এসময় খুরুশকুল মনুপাড়াা্য় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জিয়া এন্টারপ্রাইজকে ১৮ হাজার টাকা এবং টেকপাড়া মাঝির ঘাট এলাকায় তাসমিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকাসহ মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
নীলুফার ইয়াসমিন জানান, খবর পেয়ে খুরুশকুল ব্রিজের পরে মনুপাড়ায় অবৈধভাবে উত্তোলন করা দায়ে ১৮ হাজার টাকা এবং মাঝির ঘাট এলাকায় তাসমিয়া এন্টারপ্রাইজ'কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাসমিয়া এন্টারপ্রাইজ অবৈধভাবে বালু উত্তোলনসহ পাথরও বিক্রি করছে। এছাড়া বাঁকখালী নদীর অংশের ২ একরের মতো ভরাট করে ফেলে এবং সেই জায়গায় বাঁধ সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করছেন। তাঁরা কোন কাগজপত্র দেখাতে পারেননি। এজন্য তাঁদেরকে কয়েকদিন সময় দেওয়া হয়েছে। সঠিক কাগজপত্র নিয়ে আসতে না পারলে তাঁদের প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।