হেফাজতে ইসলামের জরুরি সভা : ঈমানী জযবা নিয়ে মহাসমাবেশে শরীক হওয়ার আহবান

হেফাজতে ইসলামের জরুরি সভা : ঈমানী জযবা নিয়ে মহাসমাবেশে শরীক হওয়ার আহবান
নারীবিষয়ক সংস্কার কমিশন কুরআন-সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা পেশ করেছে দেশের আপামর জনসাধারণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে ইসলাম বিদ্বেষী এ  কমিশন ও ইসলামবিরোধী প্রস্তাবনা বাতিলসহ বিভিন্ন দাবিতে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদশ আহুত মহাসমাবেশে শরীক হওয়া দেশপ্রেমিক তাওহিদী জনতার ঈমানী দায়িত্ব।
ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (৩০এপ্রিল) বিকাল ৩ টায় হেফাজতে ইসলাম বাংলাদশ কক্সবাজার জেলার জরুরি সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। নেতৃবৃন্দ  ঈমানী জযবা নিয়ে এ মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে শরীক হওয়ার আহবান জানান।
জেলা আহবায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের নির্দেশনায় যুগ্ম আহবায়ক মাওলানা মোশতাক আহমদের সভাপতিত্বে লিংক রোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
জেলা সদস্য মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহবায়ক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, মাওলানা আবু মুসা, চাকমারকুল জামিঢা প্রতিনিধি মাওলানা আমিরুল ইসলাম, টেকনাফ জামিয়া প্রতিনিধি মাওলানা আব্দুল গফফার, সাবরাং মাদ্রাসা প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম, জেলা সদস্য  মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, মাওলানা মনজুরে ইলাহী, মাওলানা আব্দুর রহমান জিহাদী,  মাওলানা সায়েম হোসেন চৌধুরী, মাওলানা কারী রুহুল কাদের, মাওলানা হাফেজ শওকত আলী, হাফেজ মুহাম্মদ সালেম,  মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা আতাউল্লাহ প্রমুখ।
সভায় আগামী ৩ মে ঢাকার মহাসমাবেশে কক্সবাজার থেকে বেশ ক'টি গাড়ি যোগে স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সে জন্য কক্সবাজার থেকে অংশগ্রহণে আগ্রহীদের জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সাথে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করা এবং ২ মাগরিবের নামায পড়ে সদর উপজেলা মডেল মসজিদে জমায়েতের আহবান জানানো হয়। সেখান থেকেই সুশঙ্খলভাবে সমাবেশের উদ্দেশ্যে গাড়ি ঢাকা অভিমুখে রওয়ানা করবে ইনশাআল্লাহ।

 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার



পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.