কক্সবাজারে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ বালকদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
২৯ এপ্রিল (বিকাল) সাড়ে ৩ টায় হোটেল শৈবালের সুইমিংপুলে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলাউদ্দিন।
হোটেল শৈবালের সুইমিংপুলে মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৪ বয়সী ৪০ জন বালক অংশ নিচ্ছে। প্রশিক্ষণে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয় ও নডরাই সার্ফিং ক্লাবের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ নিবেন।