কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম (সিসিপিপি) এর সাধারণ সভায় বাংলাদেশী শিশুদের জন্য শিশু সুরক্ষা পরিষেবা শক্তিশালী করার অব্যাহত প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সরকারি সংস্থা, জাতিসংঘ, আন্তর্জাতিক ও জাতীয় এনজিও এবং অন্যান্য শিশু সুরক্ষা কর্মীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, 'শিশুদের অধিকার রক্ষা করা কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়, এর জন্য শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সরকার সকল অংশীদারদের সঙ্গে নিয়ে কক্সবাজারে টেকসই ও আরও শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের একটি কার্যকরী ড্যাশবোর্ডের খুব প্রয়োজন, সিসিপিপি’র মতো উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের প্রচেষ্টাগুলোকে আরও সমন্বিত, টেকসই এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারবো।'
সভায় অংশগ্রহণকারীরা গত বছরের সাফল্য এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ ঠিক করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, সিসিপিপি ড্যাশবোর্ডের মাধ্যমে সঠিকভাবে তথ্য আদানপ্রদান করা, দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ বৃদ্ধি, যৌথভাবে শিশু অধিকার নিয়ে কাজ করা এবং শিশু সুরক্ষায় অন্তর্ভুক্তি, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো যুক্ত করা।
এসময় সিসিপিপি ওয়ার্কিং টিমের টিম লিড হাসান মাসুদ বলেন, 'সিসিপিপি’র আসল শক্তি হলো বিভিন্ন অংশীজনকে একটি অভিন্ন লক্ষ্যে নিয়ে আসা। যাতে প্রতিটি শিশুকে নিরাপদ, সহায়তাপ্রাপ্ত এবং সম্মানিত বোধ করানো যায়। জেলা শিশু কল্যাণ বোর্ডের নির্দেশনায় আমরা সকল শিশুর জন্য সেবাপ্রাপ্তি নিশ্চিত, সহযোগিতা জোরদার করা এবং কক্সবাজারের প্রতিটি শিশুর জন্য একটি ভালো ভবিষ্যৎ নির্মাণে একসঙ্গে কাজ করছি। আশা করছি ভবিষ্যতে পলিসি লেভেলেও এই প্ল্যাটফর্মটি অবদান রাখতে পারবে।'
সভা শেষ হয় সবাইকে একসঙ্গে থেকে আরও ভালোভাবে কাজ করার নতুন প্রতিশ্রুতি দিয়ে। ভবিষ্যতে সিসিপিপি অংশীদারদের সঙ্গে মিলে টেকসই ও কার্যকর শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কক্সবাজার জেলা শিশু কল্যাণ বোর্ডের দিকনির্দেশনায়, সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে গঠিত সিসিপিপি শিশু সুরক্ষা কাজগুলো সমন্বয় করা, সেবা ব্যবধান চিহ্নিত করা এবং একাধিক সংস্থার মধ্যে ভালোভাবে সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। সিসিপিপি’র ওয়ার্কিং টিমে রয়েছে নির্বাচিত সংস্থা, জাতিসংঘ, আন্তর্জাতিক ও জাতীয় এনজিও এবং স্থানীয় এনজিও যারা একসাথে কাজ করে শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এবং কক্সবাজারে ২০১২ সাল থেকে বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তার প্রকল্প চালাচ্ছে।