কক্সবাজারের ঈদগাঁওতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে এঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ তারেক (২৮)। সে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মৃত মোহাম্মদ ছৈয়দের পুত্র। তারেক পেশায় একজন লবন শ্রমিক। ওয়ার্ড মেম্বার আবদুল্লাহ জানান, ভোরে লবনের মাঠে যাওয়ার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।