নাইক্ষ্যংছড়িতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, যুবক গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, যুবক গ্রেফতার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা সদরে জামফল খাওয়ানোর কথা বলে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় একমাত্র আসামীকে পুলিশ আটক করে বান্দরবান কোর্টে পাঠিয়ে দিয়েছে ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে।

মামলা বাদী, শিশুটির মা এজাহারে উল্লেখ করেন, তার মেয়ে নানার বাড়ি নাইক্ষ্যংছড়ি সদরের একটি মাদরাসায় পড়ার পাশাপাশি স্থানীয় মক্তবেও পড়ে। তাই ২৭ এপ্রিল মক্তবে পড়তে  ভোর সকাল  ৬ টায় বাড়ি থেকে বের হয়।
মক্তবে গিয়ে দেখে মক্তবের হুজুর নেই। তাই অন্যান্য শিশুর সাথে কিছুক্ষণ খেলা করে বাড়ি ফেরার সময় অভিযুক্ত যুবক মৃত ছৈয়দুর রহমানের ছেলে  কলিমুল্লাহ (২৫) তাকে জামফল খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে মসজিদের পেছনে নিয় গিয়ে যৌন নির্যাতন করে।
ঘটনার এজাহারে একমাত্র আসামীকে পুলিশ মামলা দায়েরের ১ ঘন্টার মাথায় সোমবারই (২৮ এপ্রিল) আটক করে।

এ অভিযানে নেতৃত্বদানকারী নাইক্ষ্যংছড়ি থানার অপারেশন অফিসার মেহাম্মদ ইউছুপ বলেন, এজহার পাওয়ার পরপরই আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীকে ২৯ এপ্রিল সকালেই বান্দরবান কোর্টে পাঠিয়ে দেয়া হয়।
পুলিশ জানায়, যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ২৭ এপ্রিল সকাল ৬ টায়। দু'দিন ধরে শিশুটি শুধু কান্নাই করছিল কাউকে কিছুই বুঝতে দেয়নি। পরে রক্ত দেখে পরিবারের মহিলা সদস্যরা ঘটনা জানতে পারে।  
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.