উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খাইরুল আমিন চৌধুরীর মিথ্যা মামলায় জামিনে মুক্ত হলেন যুবদল নেতা এহসানুল করিম। গত রবিবার ২৭ এপ্রিল আদালত থেকে জামিনে মুক্তি পান এবং একইদিন কক্সবাজার কারাগার থেকে ছাড়া পান তিনি । এসময় জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ তাকে কারা ফটকে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন।
কারামুক্ত হয়ে যুবদল নেতা এহসানুল করিম বলেন, উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে থাকা মাঠটি দীর্ঘ সময় একটি চক্রের দখলে ছিল।যার নেতৃত্ব দেয় জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি খাইরুল আমিন মেলু। তৎকালীন সময়ে তিনি ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে মাঠটি দখল করে নেন।
৫ই আগস্ট সরকার পতনের দিন সাধারণ জনগন দখলকৃত মাঠটি দখল মুক্ত করেন। কিন্তু পরবর্তীতে ঐ ঘটনায় মিথ্যা মামলায় আসামি করা হয় তাকে। যার কারণে তিনি মিথ্যা মামলায় গ্রেফতার হন।
জমি দখল মুক্ত ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এলাকার সাধারণ জনগনের পক্ষে অবস্থান নেয়ায় এমন মিথ্যা মামলায় আসামি করা হয় বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ৫ই আগস্ট তিনি ঘঠনাস্থলে অনুপস্থিত ছিলেন। শুধু মাত্র এলাকাবাসীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে আওয়ামী লীগের দোসর খাইরুল আমিন চৌধুরী এই মিথ্যে মামলা দায়ের করেন বলে অভিযোগে বলা হয়।