চকরিয়ায় নেচারেল হক নামের (৫২) এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ২৮ এপ্রিল দুপুর ১২টার দিকে চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
এসময় তার কাছ থেকে ১টি এলজি পিস্তল, ২ রাউন্ড অ্যামোনেশন, একটি বাটন ফোনসহ নগদ ৫৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নেচার উপজেলা পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরবেশকাটা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। সোমবার ২৮ এপ্রিল দুপুরে র্যাব-১৫ কক্সবাজারের গণমাধ্যম শাখার (মিডিয়া) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।