# মহেশখালীতে আইনশৃঙ্খলা সভায় তথ্য
মহেশখালী উপজেলা আইনশৃংখলা কমিটির নিয়মিত সভা সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার হেদায়েত উল্ল্যহ্'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে কালারমার ছড়ায় পুলিশ ফাঁড়ি অনুমোদন হয়েছে বলে জানানো হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, নৌবাহিনীর মহেশখালীর কন্টিনজেন্ট প্রতিনিধি লেপ্টেনেন্ট মোহাইমেন হোসেন, মহেশখালী থানার পরিদর্শক তদন্ত -প্রতুল কুমার শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাইছার আহমেদ, কোস্টগার্ড প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ।
এসময় ইউএনও, নৌ বাহিনী ও কোস্ট গার্ড প্রতিনিধিরা বলেন- সন্ত্রাসীদের ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোরাগোপ্তা হামলা ঠেকাতে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন ছাড়াও অপরাধপ্রবণ এলাকা কালারমার ছড়া বাজার নোনাছড়ি-আধাঁরঘোনায় সতর্ক অবস্থানে টহল থাকেন পুলিশ-নৌ বাহিনী ও কোস্টগার্ড। প্রয়োজনের ভিত্তিতে কালারমার ছড়ায় পুলিশ ফাঁড়ির অনুমোদন হয়েছে বলেও সভায় জানানো হয়।
সম্প্রতি মহেশখালীর কালারমার ছড়া অংশে একাধিক খুনের ঘটনাসহ আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো বিভিন্ন ঘটে আসছিলো। এমন পরিস্থিতিতে সাধারণ লোকজন এখানে আলাদা থানা বা পুলিশ ফাঁড়ির দাবি জানিয়ে আসছিলেন। শেষপর্যন্ত ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে সাধরণের মনে স্বস্তি নেমে এসেছে। প্রথমিক ভাবে সরকারের এসপিএম প্রকল্পের সামনে এ ফাঁড়ি স্থাপন করা হবে বলে জানা গেছে।