নাইক্ষ্যংছড়িতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ বিজিবির

নাইক্ষ্যংছড়িতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ বিজিবির
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গরীব, অসহায় দুস্থদের মাঝে আর্থিক অনুদান ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ১১ বিজিবি।

সোমবার(২৮ এপ্রিল ) সাড়ে  ১১ টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান তুলে দেন জোন কমান্ডার লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির সহকারী পরিচালক আল আমিন, কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজরসহ বিজিবির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ। এছাড়া ও উপস্থিত ছিলেন পাহাড়ি প্রতিনিধিগণ, ও শিক্ষক, শিক্ষার্থীরা।
বিজিব সূত্রে জানান, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত অসচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর, গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে এ অনুদান দেন।

প্রধান অতিথি লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস, উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিজিবি জোয়ানরা সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরো বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.