বাইশারীতে রাবার ম্যানেজারকে গুলি করে ৫ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ

বাইশারীতে রাবার ম্যানেজারকে গুলি করে ৫ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর গাজী রাবার  প্রসেসিং প্লানটেশন অফিসার ইনচার্জ  শামিম রেজাকে গুলি করে  ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনাটি ঘটেছে, রোববার ( ২৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় বাইশারী বাজার -নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশান ঘাট এলাকায়।
আহতের ভাই সরওয়ার আলম জানান, তার বড়ভাই শামিম রেজা নিজ রাবার অফিসের হিসেব নিকেশ করে অবশিষ্ট টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে  ৬/৭ জনের একটি অস্ত্রধারী দল তাকে গুলি করে তার  কাছে  থাকা ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনায় আহতের মা শাহিদা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার নাম রাকিবুল হাসান ( ২৩)। সে বাইশারী পুনর্বাসন পাড়া মো: ইসহাকের ছেলে। তবে রাকিবের পরিবার দাবি করেছে, সে নির্দোষ।
এদিকে মামলার বাদি জানান, বর্তমানে তার ছেলে শামিম রেজা কক্সবাজার সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাশরুরুল হক  জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাচাই করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.