কক্সবাজার শহরের বৈদ্যঘোনা (০৮ নং ওয়ার্ড) এলাকার কালা মিয়া’র মেয়ে রোজিনা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ হারানোর ঘটনায় তার ভাই মোবারক আলী (৩৯) কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
গত ২৭ এপ্রিল দায়ের করা সাধারণ ডায়েরীতে (১৯৩৬) উল্লেখ করা হয়, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৮ টার পর থেকে রোজিনা আক্তারকে পাওয়া যাচ্ছেনা। তার বয়স আনুমানিক ৪০ বছর। গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফিটের বেশি। তিনি মানসিকভাবে স্বাভাবিক নয়। তাকে সম্ভাব্য জায়গায় খোঁজাখুজির পরেও এখনো পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে তার ভাই মোবারক আলী’র মোবাইল নাম্বারে (০১৮২১৪৪৫০৬৭) যোগাযোগ করুন।