উখিয়া কলেজের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক সম্প্রসারণ ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ, কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি শাহজাহান চৌধুরী।
এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী অমিত সাহা, কলেজ গভর্নিং বডির সদস্য ও শিক্ষক মন্ডলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম জানান, কলেজের শ্রেণিকক্ষ সংকট দূরীকরণে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় বরাদ্দে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৪ তলার মধ্যে নতুন একাডেমিক সম্প্রসারণ ভবনের প্রথমতলা নির্মাণ কাজ শুরু করা হয়।
এদিকে কলেজ গভর্নিং বর্ডির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, একাদশ প্রথম বর্ষের তথ্য ও প্রযুক্তি (আইসিটি) শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে কৌশল বিনিময় করেন এবং শিক্ষকমন্ডলীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সঠিক সময়েই কলেজে উপস্থিত ও শ্রেণিকক্ষে পাঠদানে আরও মনোযোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।