সাংবাদিককে ফাঁসানোর অপচেষ্টা- কক্সবাজারে মাদকের এডির বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিককে ফাঁসানোর অপচেষ্টা-  কক্সবাজারে মাদকের এডির বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন
কক্সবাজারে কর্মরত এক সাংবাদিককে ইয়াবা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) এ, কে, এম দিদারুল আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকরা। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন কর হয়। অভিযোগ রয়েছে, আটক এক আসামিকে শিখিয়ে স্থানীয় অনলাইন চ্যানেল ডেকে লাইভ সম্প্রচার করে সাংবাদিককে ওই আসামির সহযোগী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলেছে। এর আগে কখনো কোন সময় কক্সবাজার মাদকদ্রব্য অধিদপ্তর সাংবাদিক ডাকেননি। সমাবেশে সাংবাদিকরা বলেন, সাংবাদিক শাহীন মাহমুদ রাসেল তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে এক নারী অভিযোগ করেন যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল আলম তার স্বামীকে (সিএনজি চালক বজল করিম) মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে সাংবাদিক রাসেল কথা বললে উল্টো তার উপর ক্ষিপ্ত হয় এডি দিদারুল আলম। সাজানো ও পরিকল্পিতভাবে একজন পেশাদার সাংবাদিককে ফাসানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করতে বাধ্য হয়েছে সাংবাদিক সমাজ। সমাবেশ থেকে ৭২ ঘন্টার মধ্যে এডি দিদারকে অপসারণ করা না হলে কঠোর সূচির ঘোষণা দেন তারা। সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে স্মারকলিপি দেয়া হয়। সাংবাদিক মুক্তাদিল জয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক আন্দোলন সুজনের কক্সবাজার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবর রহমান, দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক এম.ওসমান গণী, চ্যানেল-২৪ প্রতিনিধি আজিম নিহাদ, এটিএন বাংলার প্রতিনিধি, মোয়াজ্জেম হোসেন শাকিল, সাংবাদিক একরাম উল হক, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী ও আরটিভি'র জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীনের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় দৈনিক যায়যায়দিন প্রতিনিধি জাবেদ আবেদীন শাহিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক বাংলার প্রতিনিধি আশরাফ বিন ইউসুফ, নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক,ছাত্রনেতা আলমগীর চৌধুরী, দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক এম.ওসমান গণী, দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক মেহেদী'র নির্বাহী সম্পাদক, মোঃ নাজিম উদ্দীন, টিটিএনের সহ: সম্পাদক মোজাম্মেল হক এটিএন বাংলার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার তাজুল ইসলাম পলাশ, নিউজ-২৪ প্রতিনিধি ইরফান উল হাসান, যমুনা টিভির প্রতিনিধি এহসান কুতুবী, বাংলা টিভির প্রতিনিধি আমিনুল হক আমিন,এস এ টিভির প্রতিনিধি আহসান সুমন,আনন্দ টিভির প্রতিনিধি এস্তে ফারুক,নাগরিক টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি রহিদুল কবির, সময়ের আলো প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, দৈনিক সমুদ্র কন্ঠের (চীফ রিপোর্টার) মহী উদ্দীন মাহী, খবরের কাগজের প্রতিনিধি মুহিব উল্লাহ মুহিব, প্যানোয়া নিউজের (চীফ রিপোর্টার) এম.এইচ আরমান, ঢাকা পোস্টের প্রতিনিধি সাইদুল ফরহাদ, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি এরফান হোছাইন, বাংলাদেশ প্রতিদিন (ডিজিটাল) কালের কন্ঠ (ডিজিটাল) প্রতিনিধি, মিশু গুপ্ত, নিউজ নাউ প্রতিনিধি সাজন বড়ুয়া সাজু, দৈনিক কক্সবাজারের প্রতিবেদক তাজুল ইসলান পলাশ, ই-টেন টেলিভিশন প্রাইম (ব্যুরো চীফ) আব্দু রাজ্জাক প্রমুখ অংশ নেন। একই দিন টেকনাফে কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


বাংলাদেশ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.