এসি বিস্ফোরণ: বিবৃতিতে ভুলের জন্য বিএনপির দুঃখ প্রকাশ

এসি বিস্ফোরণ: বিবৃতিতে ভুলের জন্য বিএনপির দুঃখ প্রকাশ
রাজধানীর নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির (বিয়াম ফাউন্ডেশন) ভবনের একটি কক্ষে বৃহস্পতিবার এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিবৃতি দিয়েছেন, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ভুল বিবৃতির জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে দলটি।
দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতিকারিদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
 
আরও বলা হয়, প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতিকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে, তা এসি বিস্ফোরণে হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দুঃখ প্রকাশ করছে।

রাজধানীর নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির (বিয়াম ফাউন্ডেশন) ভবনের একটি কক্ষে বৃহস্পতিবার এসি বিস্ফোরণে অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০) নিহত হন। এ ঘটনায় মো. ফারুক (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। পরে ঘটনাটিকে বোমা হামলা উল্লেখ করে নিন্দা জানায় বিএনপি।
মির্জা ফখরুল বলেছিলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এ ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতা বহিঃপ্রকাশ।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

রাজনীতি

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.