খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন কাল

খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন কাল
উন্নত চিকিৎসায় জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি)। ওইদিন সকাল ৭টা ও রাত ১০টা ফ্লাইটের দুটি সময় ধরেই ঢাকা ত্যাগের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।   

খালেদা জিয়ার সফরসঙ্গী তার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাডাম মঙ্গলবার যেকোনো সময় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসঙ্গী হিসেবে ম্যাডামের সঙ্গে মোট ১৫জন যাচ্ছে।
তিনি আরও জানান, উনাকে (খালেদা জিয়া) প্রথমে লন্ডন তারপর যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। সবকিছু নির্ভর করছে ম্যাডামের শারিরীক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।  
বিএনপি চেয়ারপারসনের বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা (সিএসএফ) প্রধান কর্নেল (অব.) মুহাম্মদ ইসহাক মিয়া একই কথা জানান। তিনি বলেন, সম্ভব্য দুইটি ফ্লাইটের সময় ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরঙ্গী সবার ভিসা ও অন্য সব প্রক্রিয়া শেষ। এরই অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাতে ম্যাডামের সঙ্গে সাক্ষাত করেছেন।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। মঙ্গলবার সকালে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। ওই দিন সকালে বা রাতে তাকে নিয়ে লন্ডনে উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ৬ জন ডাক্তার থাকবেন। এছাড়া বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলী রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল সফরসঙ্গী হিসেবে থাকবেন। এর বাইরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা তার সঙ্গে লন্ডন যাবেন।
বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১৬ সালে সৌদি সরকারের আমন্ত্রণে ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেছিলেন। সেখানে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। বেগম খালেদা জিয়া লন্ডন গেলে দীর্ঘ আট বছর পর আবার তার সঙ্গে দেখা হবে।
নির্ভরযোগ্য সূত্রমতে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে তিনটি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। প্রথমে লন্ডন পরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যেতে হতে পারে। এছাড়াও সৌদি আরবে ওমরাহ পালন করবেন খালেদা জিয়া। সবমিলিয়ে প্রায় দুই মাস বিদেশ অবস্থান করবেন তিনি। এজন্য যাবতীয় প্রক্রিয়া শেষ করা হয়েছে। ইতোমধ্যে খালেদা জিয়ার সফরসঙ্গীদের পাসপোর্টসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরতেন পারেন তারেক রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ হওয়ার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি করা হলেও তাতে সাড়া দেয়নি শেখ হাসিনা সরকার। শেষ পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা ও অস্ত্রোপচার হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দৃশ্যপট বদলে যায়।  
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

বাংলাদেশ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.