নাইক্ষ্যংছড়িতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নাইক্ষ্যংছড়ি বিছামারা মদিনাতুল মাদরাসার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে এক মাদ্রাসা ছাত্র। তাম নাম মোহাম্মদ ঈসা ( ১০)। সে ওই মাদ্রাসার ৭ম শ্রেণির। 

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম  মাদরাসার পুকুরে।
 
স্থানীয়রা জানান,  শিক্ষার্থী মোহাম্মদ ঈসা প্রতিদিনকার ন্যায় বৃহস্পতিবারও পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে যায়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা  খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে,পুকুরে অন্যক লোকজন দিয়ে খোঁজাখুঁজি করে পুকুরের সিড়ির নিচ থেকে তার  লাশ উদ্ধার করে। 
স্থানীয় বিছামারা গ্রামের বাসিন্দা ও নিহত মোহাম্মদ ঈসার পিতা মোহাম্মদ জুবায়ের জানান, সে তার অনেক আদরের সন্তান। তাকে হারিয়ে সে এখন দিশেহারা। 
এ বিষয়ে নাইক্ষ্যংেছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান,পুকুরে ডুবে মারা যাওয়ার খবর সঠিক। সে মেধাবী ছাত্র ছিল। 

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.