বয়স ১৪-১৮ হলে আবেদন : রচনা লিখে জাপান ভ্রমণের সুযোগ

বয়স ১৪-১৮ হলে আবেদন : রচনা লিখে জাপান ভ্রমণের সুযোগ
জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনির্ভাসিটির (আইসিইউ) পক্ষ থেকে গ্লোবাল ইয়ুথ রচনা প্রতিযোগিতা ২০২৪-এর আবেদন আহ্বান করা হয়েছে। আইসিইউ এবং জাপান আইসিইউ ফাউন্ডেশন যুবকদের জন্য এ রচনা রচনা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সমাজকে এগিয়ে নিতে যুবকদের নিজেদের দৃষ্টিভঙ্গি জানার এ প্রতিযোগিতায় প্রতিবছর একটি থিম ঠিক করে রচনা বা প্রবন্ধ লিখার আয়োজন করা হয়। মানবাধিকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ওপর ভিত্তি করেই থিম ঠিক করা হয়ে থাকে। অনেক বিষয়ের মধ্য থেকে একটির ওপর প্রবন্ধ বা রচনা লিখতে হয় আগ্রহীদের। আবেদনের সুযোগ আছে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের যুবকেরা আবেদন করতে পারবেন
২০২৪ সালের ৯ অক্টোবরে বয়স হতে হবে ১৪–১৮ বছরের মধ্যে
রচনা বা প্রবন্ধ ইংরেজিতে লিখতে হবে
রচনার শব্দসংখ্যা হতে হবে ৬৫০। রচনায় বিবলিওগ্রাফি ও টাইটেল থাকতে হবে
টাইটেলের সঙ্গে রচনার বিষয়ে মিল থাকতে হবে
পুরস্কার
প্রথম পুরস্কার বিজয়ী একজন অভিভাবকসহ ২০২৫ সালে জাপান ভ্রমণের সুযোগ পাবেন। এ জন্য বিমানের টিকিটসহ নানা সুবিধা পাওয়া যাবে। এসবের পাশাপাশি ১ লাখ ইয়েন পাবেন প্রথম পুরস্কার বিজয়ী।
দ্বিতীয় পুরস্কার বিজয়ী একজন পাবেন ৫০ হাজার ইয়েন।
তৃতীয় পুরস্কার বিজয়ী ১০ জন বিশেষ পুরস্কার পাবেন।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

আন্তর্জাতিক

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.