বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন
বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের ছকে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টার দিকে এক পোস্টে তিনি এ কথা জানান। 

এক্স হ্যান্ডলে ব্লিংকেন তার পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানাই। শান্তির জন্য তার আহ্বানকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং জনগণের জন্য একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের ছকে বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাথিউ মিলারও একই কথা জানিয়েছিলেন। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সহিংসতা বন্ধে আমরা ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যতের ছকে অন্তর্বর্তী সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।’ 
ব্রিফিংয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কোনো যোগাযোগ আছে কিনা?’

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, ‘নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের (অন্তর্বর্তী) প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। আপনি কি পররাষ্ট্র দপ্তর বা প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন?’
এ প্রশ্নের জবাবে মাথিউ মিলার বলেন, ‘যেমন আমি বলেছি, আমাদের চার্জ ডি অ্যাফেয়ার্স রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। একটি গণতান্ত্রিক ভবিষ্যতের ছকে অন্তর্বর্তী সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি। আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

আন্তর্জাতিক

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.