কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি চানাচুরের কারখানা, একটি আচারের গোডাউন ও একটি চালের বস্তা বিক্রির দোকান সিলগালা করা হয়েছে। এসময় জরিমানা করা হয়েছে ৬০ হাজার টাকা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও অনুমোদন ছাড়া ডাল ভাজা তৈরি করায় 'লাকি চানাচুর' নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এসব চানাচুর অবাধে বাজারে বিক্রি হচ্ছে এবং এতে ভোক্তারা স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
এছাড়াও আমদানিকারক প্রতিষ্ঠানের নাম, পণ্যের বিবরণ, মূল্য লেখা না থাকাসহ না অসঙ্গতির জন্য একটি আচারের গোডাউন সিলগালা করা হয়েছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের একটি টিম তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে। অন্য একটি প্রতিষ্ঠান পাওয়া গেছে, যারা নানা ব্র্যান্ডের চালের খালি বস্তা বিক্রি করে আসছে। এসব খালি বস্তায় পরে নিম্নমানের চাল ভরে ব্র্যান্ডের চাল হিসেবে বাজারজাত করছে একটি অসাধু চক্র। ওই প্রতিষ্ঠানটিও সিলগালা করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান আরও বলেন, 'একটি দোকানে দেখা গেছে, কেমিক্যালের ড্রামে খোলা তেল বিক্রি হচ্ছে। ওই তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে এটি পরীক্ষা করে কেমিক্যালের উপস্থিতি পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেমিক্যালের ড্রামে খোলা তেল বিক্রির এ প্রবনতা বন্ধ করতে হবে।'
অভিযানে কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, বিএসটিআই প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।