খেলাঘরের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে রামুর কোমলমতি খেলাঘর আসর

খেলাঘরের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে রামুর কোমলমতি খেলাঘর আসর
রামুতে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকালে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় খেলাঘর আসরের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে, রামু কোমলমতি খেলাঘর আসর।

' মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্ব চাই' শ্লোগানে অনুষ্ঠিত জাতীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না।
রামু কোমলমতি খেলাঘর আসরের সভাপতি রাজিব বড়ুয়া'র সভাপতিত্বে ও সনজিত দে'র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম কবির, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মোহাম্মদ আলম, জেলা খেলাঘর সম্পাদক মন্ডলির সদস্য ধ্রবসেন দে, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, হিমছড়ি খেলাঘর আসরের সভাপতি স্বপন বড়ুয়া, সংগীত শিল্পী ও শিক্ষক মানসী বড়ুয়া, নব-সৃজনী খেলাঘর আসরের সভাপতি মৃনাল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক,  শিক্ষক নিরুপমা বড়ুয়া বেবী, রামু দরিয়া খেলাঘর আসরের সভাপতি মিনা মল্লিক, রম্য খেলাঘর আসরের সহ-সভাপতি শাপলা বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাঘর চর্চার মাধ্যমে আমাদের শিশুদের মানবিক বোধ ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। প্রতিটি শিশুকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। সংস্কৃতি মানে শুধু নাচ, গান, নাটক নয়। সংস্কৃতি মানে আমাদের জীবনবোধ, আমাদের জীবনধারা। খেলাঘর শিক্ষা দেয় জীবনবোধে, মৈত্রী চর্চার।

নাচ-গানে আনন্দমুখর আয়োজনে কেক কেটে জাতীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠা বার্ষিকী উপদযাপন করে কোমলমতি খেলাঘর আসরের কোমলমতি শিল্পীরাসহ জেলা-উপজেলা খেলাঘর নেতৃবৃন্দ সহ সংস্কৃতি কর্মীরা।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.