রামুতে কিশোর-কিশোরীদের ফুটবল ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

রামুতে কিশোর-কিশোরীদের ফুটবল ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
রামুতে কিশোর-কিশোরীদের অংশগ্রহনে ফুটবল, ১০০ মিটার দৌড় ও মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কৈশোর কর্মসূচির আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে।

মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, জোয়ারিয়ানালা কিশোর একাদশ -বনাম কাউয়ারখোপ কিশোর একাদশ। এরআগে অনুষ্ঠিত একক ইভেন্টে ১০০ মিটার দৌড় ও মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় কিশোর-কিশোরীরা অংশ নেন।
প্রতিযোগিতা শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরষ্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা স্কাউটস এর সহ সভাপতি ও মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম আজগর হোছাইন।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কক্সবাজার এরিয়া ব্যবস্থাপক মোঃ ইসা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক আজিজ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কক্সবাজার শাখা ব্যবস্থাপক মো. রাসেল সিকদার, রামু শাখা ব্যবস্থাপক মো. কাওছার সহকারী ব্যবস্থাপক মো. ইয়াসিন আরাফাত, কৃষি কর্মকর্তা সজল দেবনাথ, রিক রামু শাখার ঋন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোর-কিশোরী এবং অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন, রিক এর রামু উপজেলা প্রোগ্রাম অফিসার সৌরভ পাল। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, অভিভাবক ও মেন্টরগণ স্বতঃসস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- রিক এর রামু উপজেলা প্রোগ্রাম অফিসার সৌরভ পাল।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.