কুতুব‌দিয়ায় ঝ‌ড়ে লন্ডভন্ড কাচা ঘরবা‌ড়ি

কুতুব‌দিয়ায় ঝ‌ড়ে লন্ডভন্ড কাচা ঘরবা‌ড়ি
কুকুব‌দিয়ায় হঠাৎ ঝ‌ড়ে উ‌ড়ে গে‌ছে কাচা ঘরবা‌ড়ি। লন্ডভন্ড হ‌য়ে গে‌ছে গাছপালা। গতকাল সোমবার (৬ মে) বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার উপর দি‌য়ে ব‌য়ে যায় বৈশা‌খের প্রথম ঝ‌ড়ো বাতাস। একই সা‌থে প্রবল বৃ‌ষ্টি শুরু হয়। প্রায় ঘন্টাব্যাু‌পি ঝ‌ড়ে লব‌নের মা‌ঠের প‌লি‌থিন তছনছ হ‌য়ে গে‌ছে।

লেমশীখালী ফজর আলী সিকদার পাড়ার আহমদ ক‌বি‌রের পু‌রো বা‌ড়ির টিন উ‌ড়ে গে‌ছে। পা‌শের গ্রাম সা‌মিরা পাড়ার মো: পেচুর বা‌ড়ি‌টিও উ‌ড়ে গে‌ছে ব‌লে স্থানীয় বা‌সিন্দা প্রত্যেক্ষদর্শী আরমান জানান। একই ইউনিউয়‌নের ব‌শির উল্লাহ সিকদার পাড়ার  হাজী শা‌কের উল্লাহর‌ গোয়াল ঘর ও রান্না ঘর উ‌ড়ে গে‌ছে ব‌লে জানা গে‌ছে।
এছাড়া উত্তর ধুরুং, দ‌ক্ষি‌ন ধুরুং ,কৈয়ার‌বি‌লেও বেশ ক‌য়েক‌টি কাচা ঘরবা‌ড়ি ভে‌ঙে প‌ড়ে‌ছে ব‌লে প্রত্য ক্ষদর্শীরা জা‌নি‌য়ে‌ছে। প্রবল ঝ‌ড় আর মে‌ঘে দি‌নের‌ বেলাতেই পু‌রো দ্বীপে অন্ধকার নে‌মে আসো। বি‌ভিন্ন বাজা‌রে ব্যাবসা‌য়িরা আতং‌কে দোকান-পাট বন্ধ ক‌রে দেয়। 
এদিড়‌কে ঝ‌ড়ের তান্ড‌বে বি‌ভিন্ন স্থা‌নে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গে‌লে‌ও হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি। ঝ‌ড়ে আহত কোন রোগী হাসপাতা‌লে চি‌কিৎসার জন্য‌ আসেস‌নি ব‌লে স্বাস্থ্যভ কম‌প্লে‌ক্সের জরুরী‌ বিভাগ সূ‌ত্রে জানা গে‌ছে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.