নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে ২ বাংলাদেশী গুরুতর আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে ২ বাংলাদেশী গুরুতর আহত
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২ জন বাংলাদেশী  স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে। ৪ মে বিকেলে সীমান্ত পিলার-৪৭-৪৮ এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ৩ শত  মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক স্থাপিত বান্ডুলা নামক ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থল মাইনের বিস্ফোরণে এ ২জন  আহত হয়।  

আহত একজনের নাম নুরুল আবছার (১৮)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের  জারুলিয়াছড়ি গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদের ছেল। অপরজন হলেন, মোঃ বাবু (১৭)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের আলী আহমদের ছেলে।
আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আহত ২ জনের মধ্যে ১ জন তার এলাকার অপরজন পার্শবর্তী কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের বাসিন্দা। তাদের কক্সবাজারে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.