রামুতে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

রামুতে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন
রামুতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ বাছাই প্রতিযোগিতা ও মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার (৪ মে) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবলার বাছাই ও মাস ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু। কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রামুতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৫) উপজেলা পর্যায়ের বাছাই ও ফুটবল প্রশিক্ষণ আয়োজন করেছে, জেলা ক্রীড়া অফিস। ফুটবল প্রশিক্ষণে কোচের দায়িত্ব পালন করেন, সুপন বড়ুয়া শিপন। সহকারি কোচ ছিলেন, সুফল বড়ুয়া আব্বু। ধারাভাষ্যে ছিলেন, লিটন বড়ুয়া।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত বয়সভিত্তিক এ প্রশিক্ষণে রামু উপজেলার অনুর্ধ-১৫ প্রতিভাবান ৩০ জন ফুটবলার অংশ নেয়। মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা জেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নেবে।
জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি জানান, এই ফুটবল প্রতিযোগিতা থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর। ফুটবলের আইন কানুন এবং নৈতিক শিক্ষাও দেওয়া হবে এ প্রশিক্ষণে। বাছাইকৃত খেলোয়াড়দের দেশের বাইরেও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে।

রামুতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ বাছাই প্রতিযোগিতা ও মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, সাবেক প্রবীন ফুটবলার অধীর বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি, সহ-সভাপতি আনোয়ারুল হক, জগৎজ্যোতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অরুণ বড়ুয়া, কক্সবাজার উত্তরণ মডেল স্কুলের শিক্ষক সংগীত বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম-সম্পাদক জিটু বড়ুয়া, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন প্রমুখ।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.