শ্রমজীবি মানুষের অধিকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শ্রমজীবি মানুষের অধিকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
# মহান মে দিবসে শ্রমিক লীগের বর্ণাঢ্য আয়োজন

শ্রমজীবী মানুষের সংগ্রাম আর সংহতির প্রতীক মহান মে দিবসে বর্ণাঢ্য আয়োজন করেছে কক্সবাজার জেলা শ্রমিক লীগ। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করেছে সংগঠনটি। ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ- এই প্রতিপাদ্যে জেলা শ্রমিক লীগের বর্ণাঢ্য র্যাছলী ও  আলোচনা সভাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
ওইদিন বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল র্যারলী উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র  মাহবুবুর রহমান চৌধুরী। পরে সেখানে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানা, রামু উপজেলা আহবায়ক শফিকুল আলম কাজল, উখিয়ার সভাপতি মাসুদ আমিন শাকিল সদস্য সচিব মোঃ ইউনুস, চকরিয়া সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, সদর উপজেলা সদস্য সচিব নেজাম উদ্দিন শাওন, হোটেল শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক সেলিম বিল্ডার।
এসময় মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার সরকার অত্যন্ত শ্রমিকবান্ধব সরকার। এই সরকার শ্রমিকের অধিকার বাস্তবায়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদেরকেও ঐক্যবদ্ধ থেকে সকল অন্যায়-জুলুম রুখে দিয়ে শ্রমিকদের অধিকার আদায় করে দিতে হবে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম বলেন, ‘শ্রমজীবি মানুষের তাদের অমানুষিক কষ্টের বিনিময়ে সভ্যতা সৃষ্টি করেছে। আমাদের এই দেশ বিনির্মাণে শ্রমিকদের অসমান্য অবদান রয়েছে। শ্রমজীবি মানুষের অবদানে আমরা ভালো থাকি। বিদেশে কাজ করে শ্রমজীবি রেমিটেন্সযোদ্ধারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে উন্নত করেছে। তাই শ্রমজীবি মানুষকে সম্মান করতে হবে।’
স্বাগত বক্তব্যে শফিউল্লাহ আনসারী বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য জাতীয় শ্রমিক লীগ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। যেখানে শ্রমিক নির্যাতিত হয়; যেখানে শ্রমিক অধিকার বঞ্চিত হয়; সেখানে শ্রমিক লীগ এগিয়ে যায়। যেভাবে হোক; শ্রমজীবি মানুষের অধিকার আদায় করে ছাড়ে। ভবিষ্যতেও আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।
জেলা শ্রমিক লীগের উদ্যেগে আয়োজিত মে দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে সকালে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জেলা প্রশাসন আয়োজিত র্যা লী ও আলোচনা সভায় যোগদান করেন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এসব কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অংশ নেন, এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাত আলী, সৈয়দ রাশেদুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপ-দপ্তর সম্পাদক নুরুল আলম নুরু, মহিলা শ্রমিক লীগ নেত্রী রওশন আরা, সাহিত্য সম্পাদক মো:গিয়াস উদ্দিন, সদস্য কামরুল হাসান সোহেল, নজিবুল আলম বাবু,জীপ-কার শ্রমিক ইউনিয়ন নেতা জালাল আহমদ, এনায়েত মো:রাসেল মহেশখালী উপজেলা আহবায়ক মোঃ আবদু শুক্কুর, চকরিয়ার উপজেলা সভাপতি বশির আহম্মদ, রামু সদস্য সচিব মোঃ আমিন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দে, উখিয়া উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, চকরিয়া পৌর সাধারণ সম্পাদক রিদুয়ান হোটেল শ্রমিক লীগ এর সভাপতি শামসুল আলম, নির্মাণ শ্রমিক লীগ এর সভাপতি মো:ইউসুফ, আশ্রয়ন প্রকল্প কমিটির সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ-সভাপতি রুবেল সাংগঠনিক সম্পাদক মো: সেলিম, ১নং ওয়ার্ড মনু  রেজাউল করিম রেজু।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.